ফেনীর দাগনভূঞায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেযারম্যান দিদারুল কবির রতন।
বক্তব্য রাখেন দাগনভূঞা পল্লী বিদ্যুৎ এর ডিজিএম জাহাঙ্গীর আলম,উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাষ্টার কামাল উদ্দিন,জেলা পরিষদ সদস্য খায়েজ আহম্মদ,দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নজরুল ইসলাম, থানার ওসি তদন্ত মোঃ রাসেল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উল্ল্যা স্বপন,পূর্ব চন্দ্র পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওলি আহম্মদ,উপজেলা শিক্ষা অফিসার আজিজুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার ইস্কান্দার নুরী, উপজেলা ইন্সক্টটর মোস্তাক আহম্মদ, মুক্তিযোদ্বা পেয়ার আহম্মদ,প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম খাঁন, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আলমগীর হোসেন,বাজার কল্যান সমিতির সাধারন সম্পাদক জসিম উদ্দিন লিটন প্রমূখ।

