ঢাকাFriday , 28 April 2023
  1. অগ্নিকান্ড
  2. অগ্নিসংযোগ
  3. অনুসন্ধান ইসলামী জীবন
  4. অনুসন্ধান ডেস্ক
  5. অন্যান্য অনুসন্ধান
  6. অপরাধ
  7. অর্থনীতি
  8. আইন আদালত
  9. আগুনে পুড়ে মৃত্যু
  10. আত্মহত্যা
  11. আন্তর্জাতিক
  12. আন্দোলন
  13. আবহাওয়া
  14. ইউনিয়ন নির্বাচন
  15. ইসলাম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

দাগনভূঞায় শহীদ উল্যাহ ভূঞা স্মৃতি ফাউন্ডেশনের চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

Link Copied!

ফেনীর দাগনভূঞার ফাজিলের ঘাট বাজারে মরহুম শহীদ উল্ল্যাহ ভূঞা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ৯ টার সময় উপজেলার ফাজিলের ঘাট বাজারস্থ শহীদ উল্ল্যাহ ভুঞা মঞ্জিল প্রাঙ্গনে দাগনভূঞা  সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উল্ল্যাহ স্বপনের সভাপতিত্বে ও দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওঃ এম এ কুদ্দুছের সঞ্চালনায় অনুষ্ঠিত বিনা মূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া।বিশেষ অতিথি ছিলেন শহীদ উল্লাহ ভূঞা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ডাঃ মোঃসাহেদুজ্জমান ভূঞা সৈকত,দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম খাঁন, ফাজিলের ঘাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুর নবী খাঁন,ফাজিলের ঘাট বাজার  স্বাস্থ্য উপকেন্দ্রের স্বাস্থ্য সহকারী অফিসার ডাঃ প্রদীপ মজুমদার,ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃইউছুফ ভূঞা প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা, চট্রগ্রাম ও দাগনভূঞার ১৬ জন চিকিৎসক সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রায় দুই হাজার গরীব দুঃস্থ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

সংঘঠনের উদ্যোক্তা মরহুম শহীদ উল্ল্যাহ ভূঞার সন্তান ডাঃ সাহেদুজ্জমান সৈকত বলেন এলাকাবাসী সহযোগীতা করলে আমি এ কার্যক্রম সব সময় চালিয়ে যাবো এবং প্রতি সপ্তাহে নিয়মিত আমি ও আমার স্ত্রী ডাঃ রেবেকা সুলতানা রুহি দুইজনই চেম্বার করবো। গরীব অসহায়   হতদরিদ্র রোগীদের শহীদ উল্ল্যাহ ফাউন্ডেশনের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করে যাবো।
তিনি এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারসহ সকল জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তি বর্গের সহযোগীতা কামনা করেন।

উক্ত ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন চট্রগ্রাম এ্যাপেলো হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ সাহেদুজ্জমান ভূঞা সৈকত,চট্রগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু ও চর্ম রোগ ডাঃ রেবেকা সুলতানা রুহি,চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃবিথিকা ভৌমিক বিথি, ডাঃ আবদুল্লাহ আল মামুন,ডাঃ আশ্রাফুল আবেদীন,চট্রগ্রাম এভার কেয়ার হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃইয়াসির আরাফাত, চট্রগ্রাম ইমফেরিয়াল হাসপাতালের নিউরো মেডিসিন ডাঃ ফারজানা ইয়াছমিন শবনম,শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান,মেডিকেল কলেজ ফর ইউমেন্স এন্ড হাসপাতালের ডাঃ রাসেল পাটোয়ারী, ইসলামীযা চক্ষু হাসপাতালের ডাঃসাইফুল ইসলাম সহ অন্যান্য ডাক্তাররা চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!