
বিশ্ব মা দিবস উপলক্ষে ফেনীর দাগনভূঞায়,উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টার সময় উপজেলার মাতুভূঞা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইস্কান্দার নুরী, মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন,দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ইমাম হাছান কচি,আওয়ামী লীগ নেতা মাসুদ,মাতুভুঞা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এবিএম রেজাউল করিম প্রমুখ।