নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে হাবিবপুর আইপিএম ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫ টার সময় উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর হাজী আলী আকবর স্বতন্ত্র এবতেদায়ী ও নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে আইপিএম ক্লাবের সভাপতি নুরুল আফছার পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও চারা
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: সাঈদী করিম। উপস্থিত ছিলেন সন্ধ্যানী লাইফ ইন্সুরেন্স কোম্পানীগঞ্জের ম্যানেজার আবু ছায়েদ আনসারী,ক্লাবের সভাপতি ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় সদস্য আবদুল মালেক,নোয়াখালী জেলা শাখার সদস্য আবদুল আউয়াল, কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক কামাল হোসেন লিংকন প্রমূখ।

