নোয়াখালী কোম্পানীগঞ্জ থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রনব চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি-সাধারন সম্পাদকসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
সোমবার সন্ধ্যায় থানায় অফিসার ইনচার্জ এর কক্ষে সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি এ,কে,এম আনোয়ার তোহা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি জাফর উল্লাহ পলাশ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি ফরিদ উদ্দিন রাশেদ, দৈনিক মানব জমিন পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি নাজিম উদ্দিন খোকন, দৈনিক সমকাল পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি মোঃ তবিবুর রহমান টিপু, দৈনিক যুগান্তর পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি শরফুদ্দিন শাহীন,দৈনিক খবরপত্র পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি সিরাজ উল্যাহ,নোয়াখালী জার্নাল এর এস,এম আরমান, দৈনিক সময়ের আলো পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি রমজান আলী,দৈনিক স্বাধীন মত পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি মানিক তালুকদার ও দৈনিক তৃতীয় মাত্রার কোম্পানীগঞ্জ প্রতিনিধি আবু ছায়েদ শাকিল প্রমুখ।
সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় কোম্পানীগঞ্জ থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রনব চৌধুরীর বলেন, আমি কোম্পানীগঞ্জ থানায় নতুন এসেছি আপনাদের সহযোগিতা নিয়ে কোম্পানীগঞ্জবাসীর জন্য কাজ করতে চাই। আপনারা পাশে থাকলে এই অঞ্চল থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। আশাকরি আমাকে অপরাধীদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

