ফেনীর দাগনভূঞায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে,উপজেলা
নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা’র সভাপতিত্বে
অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সভায়রপ্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল  কবির রতন।
বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সি,থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন,রামনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন,দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমাম হোসেন এমাম,পূর্ব চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান,মাতুভূঁইয়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,দাগনভূঞা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দীন প্রমূখ।উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ভূমি কর্মকর্তা মেহনাজ শারবীন,উপজেলা কৃষি কর্মকর্তা মহি উদ্দিন,মুক্তিযোদ্ধা পেয়ার আহাম্মদ প্রমুখ।
সভায় বক্তারা দাগনভূঞার জলবদ্ধতা নিরসন,জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা ও কিশোর অপরাধ দমনের জোর দাবী করেন।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                 
                                 
                                 
                                