ময়মনসিংহের ফুলপুরে গতকাল শুক্রবার পুলিশের সঙ্গে বিএনপি-নেতা-কর্মীদের বিরুদ্ধে ফুলপুর থানায় মামলা হয়েছে।
আজ শনিবার ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) সবুজ মিয়া বাদী হয়ে সরকারি কাজে বাধা ও বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেন।মামলায় সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, সাবেক ফুলপুর উপজেলা চেয়ারম্যান আবুল বাশার আকন্দ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৭৩ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে
শনিবার বিকেলে মুঠোফোনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন।তবে এখন পর্যন্ত এই মামলায় ২ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে কাজ করছে।’
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন,গতকাল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল।এ উপলক্ষে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা বিএনপি আমুয়াকান্দা গরুহাটা নামক স্থান থেকে শোভাযাত্রা বের করে।
এতে পুলিশ বাধা দিলে এইসময় পুলিশের সঙ্গে বিএনপি-যুবদলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। মামলার পর থেকে গ্রেপ্তারের ভয়ে নেতা-কর্মীরা আতঙ্কে আছেন।অনেকে গা ঢাকা দিয়েছেন।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                