ফেনী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় (০২ সেপ্টেম্বর) বিকালে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারি কে ১ হাজার ৯ শত ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ফেনী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালস্থ কাবাব ঘরের গেইটের সামনে রাস্তার ফুটপাতের উপর অবস্থা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারি কে আটক করে এবং তাদের কে তল্লাশি করে তাদের সঙ্গে থাকা দুইটি পলিথিনের ভিতরে স্কচটেপ ও টিস্যু পেপার দ্বারা মোড়ানো ১ টিতে ১ হাজার ৪শত ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও অপরটিতে ৫শত পিস ইয়াবা সর্বমোট ১হাজার ৯শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
আটককৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ এলাকার ২৮৫ মহেশখালীয়া পাড়া গ্রামের নুরুল আলম এর ছেলে মোহাম্মদ সাদেক (২১) এবং কক্সবাজার জেলার টেকনাফ এলাকার ২৫৪ নাছর পাড়া নয়াপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ ইব্রাহিম প্রঃ ডাবলু (১৯)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবু তাহেরের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয় এবং তিনি নিজে বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেন।

