সমবায়ে গড়ছি দেশ, সম্মাট হবে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষে ফেনীর দাগনভূঞায়,উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নিবেদীতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সি, উপজেলা স্বাস্খ্য কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম,প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা, বি আর ডিবির চেয়ারম্যান মাষ্টার খোরশেদ আলম,সমবায় কর্মকর্তা নুরুন মোস্তফা, প্রেসক্লাব সভাপতি নুরুল আলম খাঁন,সাবেক সভাপতি মো: ইমাম হাছান কচি প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

