ফেনীর দাগনভূঞা উপজেলার তুলাতুলী এলাকায় মশাল মিছিল শেষে উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপির ডাকা অবরোধের সমর্থনে শনিবার সন্ধ্যায় তুলাতুলী এলাকার ফেনী-নোয়াখালী সড়কে মশাল মিছিল বের করা হয়।
মশাল মিছিলে উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, যুবদল নেতা ইসমাইল হোসেন সবুজ ও নাছির উদ্দীনের নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা আকবর হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন জানান, স্থানীয়রা আকবর হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। রোববার আদালতে সোপর্দ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                                                
                        
                        
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                 
                                 
                                 
                                