আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন (দাগনভূঞা-সোনাগাজী) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল বাশারের সাথে দাগনভুঞা উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলকাব্য বিকালে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাষ্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জয়নাল আবদিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসন (দাগনভূঞা-সোনাগাজী) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল বাশার।
মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেযারম্যান দিদারুল কবির রতন,জায়রস্কর ইউনিয়ন পরিষদের চেযারম্যান মামুনুর রশিদ মিলন,কেন্দ্রীয় যুবলীগ নেতা শাহাদাত হোসেন সেলিম, এড়ভোকেট শাহাজাহান সাজু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ আলমগীর,দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উল্লাহ স্বপন প্রমূখ।
বক্তারা সকল ভেদাবেদ ভূলে ঔক্য বদ্ব হয়ে কাজ করে নৌকার বিজয় নিচ্ছিত করার দৃঢ সংকল্প ব্যাক্ত করেন।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                 
                                 
                                 
                                