ফেনীতে প্রেমিকের বোনের বাসা থেকে প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৩ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে শহরের পৌরসভার ৮নং ওয়ার্ডের বারাহীপুর এলাকার এ ঘটনাটি ঘটেছে।
নিহত ফাতেমা আক্তার পাখি (১৮) ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী ও সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।
অপরদিকে তার প্রেমিক সালাহউদ্দিন একই এলাকার বাসিন্দা ও হোল্যান্ড প্রবাসী বলে জানা গেছে। দীর্ঘদিন পাখির সাথে সালাউদ্দিনের প্রেমের সম্পর্ক চলে আসছিলো বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ফেনী মডেল থানার এসআই বেলাল হোসেন বলেন, নিহত মেয়েটি পরিবারের সঙ্গে ফেনী শহরের নাজির রোড়ের মিশন হাসপাতাল সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতেন। খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

