
সোনাগাজীতে আফসিরের নেসা মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও বন্যা কবলিত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩সেপ্টেম্বর) সকালে মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগে অবস্থিত ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও আফসিরের নেসা এডুকেশন সেন্টারে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের লিগ্যাল এডভাইজার শিক্ষা নবিশ আইনজীবী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফারইস্ট লাইফ ইনসুরেন্স কোম্পানীর এসভিপি ও ফেনী জেলা ইনচার্জ বাহা উদ্দিন মামুন।
বক্তব্য রাখেন ইসলামি ব্যাংক সোনাগাজী শাখার প্রজেক্ট অফিসার (আরডিএস) আবদুল মান্নান, আরএম হাট কে উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সাহাব উদ্দিন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুক, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি সাংবাদিক ছালাহ উদ্দিন, দৈনিক স্টারলাইন প্রতিনিধি সাংবাদিক এস.এন আবছার, সোনাগাজী ডেবলাপমেন্ট ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোশারফ হোসেন, মাইন উদ্দিন উদ্দিন মামুন।