ফেনীতে সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ করেছে আনসার বাহিনী।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধান অতিথি থেকে ফেনীর ফুলগাজীতে ২ শত জন ও পরশুরামে ১শত জন প্রান্তিক কৃষকদের হাতে আমান ধানের চারা তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন ফেনীস্থ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্ণেল মো. রাকিব, আনসার বাহিনীর কুমিল্লা রেঞ্জ কমান্ডার পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য, ৫ আনসার ব্যাটালিয়ন ব্রাহ্মণবাড়িয়া পরিচালক মো. জানে আলম সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান মেহবুব, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূইয়া, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা সহ প্রশাসনের উদ্বতন কর্মকতা গন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বন্যাদুর্গত এলাকায় প্রান্তিক কৃষকদের মাঝে পাশে দাঁড়ানোর জন্য ফেনী ও কুমিল্লা দুই জেলায় ১০০ একর জমিতে আমন ধানের চারা বিতরণ করার উদ্যেগ নেওয়া হয় এর ধারাবাহিকতায় আজ ফেনী ও কুমিল্লা শুরু করা হয়েছে । তিনি বলেন পরবর্তী পর্যায়ে ওইসব কৃষকদের মাঝে রাসায়নিক সার বিভিন্ন সিজনারী সবজির বিজ সহ অন্যান্য সহায়তা দিয়ে পাশে থাকার আশা করছি এবং এ ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে।
আনসার ও ভিডিপির ফেনী জেলা কমাড্যান্ট মো. হেলান উদ্দীন জানান, সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় ফেনীর হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়। আনসার ও ভিডিপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন করতে ফেনীতে ৩০০ এবং কুমিল্লায় ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করা হয়েছে।