
বন্যায় ক্ষতিগ্রস্থ ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ৬ শতাদিক পরিবারের মাঝে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে প্রধান অতিথি থেকে বস্ত্র বিতরণ করেন আনসার বাহিনীর কুমিল্লা রেঞ্জের পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য বিভিএমএস। পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বস্ত্র বিতরণে পরশুরাম উপজেলার ১শ পরিবার ও ফুলগাজী উপজেলার দক্ষিণ দৌলতপুর তা'লীমুল কোরান নুরানী মাদ্রাসা ও এতিমখানায় ১শ পরিবারসহ সর্বমোট ২শ পরিবার সহ ৬ শতাধিক মানুষের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ৫ আনসার ব্যাটালিয়ানের পরিচালক মো: জানে আলম সুফিয়ান,পিএএম। ফেনী জেলা আনসার কমান্ডেন্ট মো: হেলাল উদ্দীন সহ আনসার ও ভিডিপির কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই উপহার সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার অপেক্ষাকৃত নিম্নআয়ের মানুষের দূর্দশা দূরীকরণে স্বস্তির পরিবেশ তৈরি করবে। খুব শীঘ্রই ফেনী জেলার অন্যান্য উপজেলাতে বস্ত্র সামগ্রী বিতরণ করা হবে।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক উপস্থিত হয়ে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ প্রান্তিক কৃষক কুমিল্লা রেঞ্জ কমান্ডার ছাগলনাইয়া উপজেলায় আরো ৫০ জন প্রান্তিক কৃষক সর্বমোট ৩৫০ জন কৃষকের মাঝে ১ শ একরের অধিক জমির জন্য ধানের চারা বিতরণ করেন।
এছাড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলার উদ্যোগে নিজস্ব ও বিভিন্ন সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ উপকরণ সরবরাহ এবং কৃষকদের মাঝে শীতকালীন শস্য বীজ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হবে।