ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারীদের পূর্ণবাসনে পাশে দাঁড়ালো কাজী মিডিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটি পক্ষ থেকে বিনামূল্যে গো-খাদ্য, মোটাতাজাকরণ খাদ্য ও জৈবসার বিতরণ করা হয়েছে।
আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলার সোনাগাজী উপজেলায় চর ছান্দিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩০০ জনের মাঝে এগুলো বিতরণ করা হয়। গো-খাদ্য ও জৈবসার পেয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ক্ষতিগ্রস্তরা।
উপহার হিসেবে কাজী মিডিয়া লিমিটেড এর আয়োজনে ও কাজী ফার্মসের সহযোগিতায় ১৫০ জন কৃষককে জৈব সার, ৮০ জন খামারীকে গরু মোটাতাজাকরণের খাদ্য ও ৭০ জন ডেইরি ফার্মের খামারীকে বিনামূল্যে গো-খাদ্য দেয়া হয়েছে। মোট ৩শ কৃষককে গো-খাদ্য ও জৈবসার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আল আমিন শেখ, চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুদ্দীন খোকন, কাজী ফার্মস এর ডিপুটি ম্যানেজার (সেলস্) মো. জাহিদুর রহমান, প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা শেখ ফরিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আশরাফ হোসেন পাটোয়ারী ও নাজনীন সুলতানা।
কাজী ফার্মস লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার (অর্গানিক) মো. রেজাউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন দীপ্ত কৃষি প্রযোজক টিমের শামীমা শাওন, কাজী সাহিমুল হক অরিন, ওমর রহমান, কৃষি উদ্যোক্তা আবু সাঈদ রুবেল, মজিবুর রহমান প্রমূখ।
কৃষি উদ্যোক্তা আবু সাঈদ রুবেল বলেন, গো-খাদ্য ও জৈবসার পেয়ে আনন্দিত ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারীরা, তারা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। এ দুঃসময়ে পাশে দাঁড়ানোয় জন্য আমরা কৃতজ্ঞ।
কাজী ফার্মস এর ডিপুটি ম্যানেজার (সেলস্) মো. জাহিদুর রহমান বলেন, আজকের এই সহায়তা পেয়ে কৃষক ও খামারিরা উপকৃত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতার চেষ্টা থাকবে।
দীপ্ত কৃষি টিমের প্রযোজক শামীমা শাওন বলেন, উপহার হিসেবে গোখাদ্য ও জৈবসার সামান্য হলেও বন্যা পরবর্তী অনেক কাজ দেবে। সামনে রবি মৌসুমে এ জৈবসার প্রয়োগে সবুজে সবুজে ভরে উঠবে চরাঞ্চলের এই ভূমি। সামনের দিনগুলোতে কৃষকদের এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরো সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ বলেন, বন্যার ফলে গোখাদ্য চরম সংকট দেখা দিয়েছে। এগুলো তাদের অনেক কাজ দেবে।সামনের রবি মৌসুমে এ জৈবসার কৃষকদের অনেক উপকারে আসবে। পাশাপাশি ঘুরে দাঁড়ানোর জন্য কৃষি বিভাগ নানা পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।

