ঢাকাThursday , 17 October 2024
  1. অগ্নিকান্ড
  2. অগ্নিসংযোগ
  3. অনুসন্ধান ইসলামী জীবন
  4. অনুসন্ধান ডেস্ক
  5. অন্যান্য অনুসন্ধান
  6. অপরাধ
  7. অর্থনীতি
  8. আইন আদালত
  9. আগুনে পুড়ে মৃত্যু
  10. আত্মহত্যা
  11. আন্তর্জাতিক
  12. আন্দোলন
  13. আবহাওয়া
  14. ইউনিয়ন নির্বাচন
  15. ইসলাম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে সম্পত্তির যেরে দিনমজুরের উপর শিবির নে’তা শামীম বাহি’নীর হত্যা’যজ্ঞ হামলার প্রতিবাদে বিচার দাবি করেন মিজান হাওলাদার 

Link Copied!

পিরোজপুর উত্তরববানীপুর ৭ ওয়ার্ড বাসিন্দা মিজানুর রহমান অনেক দিন আগে তার এক আত্মীয়ের থেকে ক্রয় করেছিলেন জায়গা কিন্তু তার কিছু দিনের মাথায় তার দূর সম্পর্কের আত্মীয় জায়গাটি দখল কার উদ্দেশ্য একবার আওয়ামীলীগের নেতা কর্মী সাজে আবার কখন শিবির কর্মী সাজে কয়েকবার ঘরবাড়ি ভাংচুর সহ হত্যাযজ্ঞ হামলা চালায়।

গত সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ পিরোজপুর উত্তরববানীপুর জামাতের নেতা রফিক মেম্বার আমাকে ফোন করেন এবং হুমকি দেন। আমি যেন শামীম  হাওলাদারের সাথে যেই সম্পত্তি বিরুদ্ধ চলছে তা সমাধান করে ফেলি।তা না করলে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও আমার বাড়ি ঘরে হামলা করবে বলেও হুমকি প্রদান করে। এর পর ১৮ তারিখ আমার চাচা দিনমজুর কৃষক নাছির হাওলাদারের বাড়িতে গিয়ে  পিরোজপুর উত্তরববানীপুর ৭ নং ওয়ার্ড শিবিরের সভাপতি মহসিন হাওলাদার শামীম ও তার বাহিনী দিয়ে দেশীয় অস্ত্র সহ হত্যার উদ্দেশ্যে আমার চাচার উপর হামলা করে। এবং তার কাছ থেকে জোর পূর্বক তার ভোটার আইডি কার্ড ও স্বাক্ষর চিনিয়ে নেয়। এর পরবর্তীতে তাদের ওই হামলার ভিড়িও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।এতে করে তাঁরা আরো ক্ষুব্ধ হয়ে যায়। এরপর  আমরা সম্পূর্ণ ঘটনা পিরোজপুর জামাতের নেতা মাসুদ সাঈদী এবং থানার ওসি ও সেনাবাহিনী কে জানাবো বলাতে তারা চলে যায়।

পরবর্তীতে এর সমাধানের জন্য আমি  পিরোজপুর জামাতের আরেক নেতা আলি মাওলানা কে জানাই। উনি আমাকে বসতে বলেন এবং সমাধান করে দিবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু আমি উনার কাছে যাওয়ার পর তিনি আমাকে বলে তুমি শান্তি চাও কিনা? আমি বললাম হুম শান্তি কেনা চাই। এরপর উনি আমাকে  বললেন তাহলে তুমি শামিম এর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করো নয়তো তোমার নামে মিথ্যা মামলা এবং হামলা করা হবে তুমি জানো না জামায়াত ইসলামের ক্ষমতা সম্পর্কে এরপর আমি ফেনীর বাসায় চলে আসি।

এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে আমাকে না পেয়ে আমার চাচা জাহাঙ্গীর হাওলাদার দিনমজুর ভ্যান চালক জাহাঙ্গীর হাওলাদার কে বালিপাড়া বাজারে উনার শুশুরবাড়ি। পূর্ণ রায় অক্টোবর এর ১৪ তারিখ একা পেয়ে শিবির সভাপতি শামীম ও তার বাহিনী এসে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কিল ঘুষি মারতে থাকে পরে এলাকাবাসী ও বিএনপির কিছু নেতাকর্মী এগিয়ে এসে আমার চাচাকে প্রাণে বাঁচান।

পরিশেষে সকল ঘটনার বিচার দাবি করে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিকট দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই শিবির ক্যাডার তার পদের অপব্যবহার করে আমাদের উপর যেই হত্যাকাণ্ডের উদ্দেশ্যে হামলা চালায় এবং মিথ্যা মামলায় হয়রানি করে এর যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে‌।

শিবির বাহীনির এই বর্বরোচিত হামলার প্রতিবাদে প্রশাসনের কাছে অনুরোধ করছি এই ক্যাডার বাহিনী থেকে আমি এবং আমার পরিবার কে রক্ষা করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!