ময়মনসিংহ ফুলপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির করায় তিন ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ২ ডিসেম্বর সন্ধ্যায় পৌর এলাকার হাসপাতালের সামনের ফার্মেসি গুলোতে ঘন্টাব্যাপী এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা ও উপ সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক
উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা জানান ওই এলাকায় ওষুধের দোকানগুলোতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় তিনটি দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়।ফলে তিন ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে দোকান মালিকদের কাছ থেকে মৌখিক মুচলেকা নেওয়া হয় বলে জানান উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                                                
                        
                        
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                