ঢাকাTuesday , 10 December 2024
  1. অগ্নিকান্ড
  2. অগ্নিসংযোগ
  3. অনুসন্ধান ইসলামী জীবন
  4. অনুসন্ধান ডেস্ক
  5. অন্যান্য অনুসন্ধান
  6. অপরাধ
  7. অর্থনীতি
  8. আইন আদালত
  9. আগুনে পুড়ে মৃত্যু
  10. আত্মহত্যা
  11. আন্তর্জাতিক
  12. আন্দোলন
  13. আবহাওয়া
  14. ইউনিয়ন নির্বাচন
  15. ইসলাম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে উপজেলা শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় বসুরহাট আজমেরী হোটেল এন্ড রেস্টুরেন্টের ৩য় তলায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক হিসেবে অধ্যাপক শেখ সাদী বাবুল এবং সদস্য সচিব হিসেবে মিজানুর রহমানকে নিয়ে ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা, বেতন বৈষম্য দূরীকরণ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও শিক্ষার মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন।

অধ্যাপক শেখ সাদী বাবুল বলেন, “শিক্ষক সমাজ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের প্রধান লক্ষ্য হল শিক্ষকদের মর্যাদা রক্ষা করা এবং শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও মানসম্মত করা।”

সদস্য সচিব মিজানুর রহমান বলেন, “শিক্ষকদের জন্য একটি সম্মানজনক পরিবেশ তৈরি করা এবং শিক্ষার মান উন্নয়নে আমরা একযোগে কাজ করব।”

এ সময় কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা সমিতির ভবিষ্যৎ কার্যক্রম, শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!