ঢাকাThursday , 9 January 2025
  1. অগ্নিকান্ড
  2. অগ্নিসংযোগ
  3. অনুসন্ধান ইসলামী জীবন
  4. অনুসন্ধান ডেস্ক
  5. অন্যান্য অনুসন্ধান
  6. অপরাধ
  7. অর্থনীতি
  8. আইন আদালত
  9. আগুনে পুড়ে মৃত্যু
  10. আত্মহত্যা
  11. আন্তর্জাতিক
  12. আন্দোলন
  13. আবহাওয়া
  14. ইউনিয়ন নির্বাচন
  15. ইসলাম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বাসচাপায় সবজি আড়তের শ্রমিক নিহত

Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাসচাপায় মো. মাঈন উদ্দিন (৫০) নামে এক সবজি আড়তের শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের করালিয়া সবজি আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাঈন উদ্দিন চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বসুরহাট সুপার পরিবহনের একটি বাস কবিরহাটের দিকে যাচ্ছিল। করালিয়া সবজি আড়তের সামনে মাঈন উদ্দিন পেঁয়াজের বস্তা মাথায় নিয়ে সড়কে বের হলে বেপরোয়া গতির বাসটি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে, তবে চালক পালিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, কবিরহাট-বসুরহাট সড়কে ফিটনেসবিহীন লোকাল বাসের সংখ্যা বেশি এবং কর্তৃপক্ষের নজরদারির অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!