
পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামের আবদুল খালেকের ছোট ছেলে মো: হেলাল। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট হেলাল দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দেশে ফেরত পাঠানো হলে একটা সময়ে চিকিৎসাধীন অবস্থায় সে প্যারালাইস্ড হয়ে মানবেতর জীবনযাপন করছে।
বর্তমানে শারীরিকভাবে প্রতিবন্ধী হেলালের স্ত্রী ও দুই সন্তান নিয়ে সংসার চলানো অসম্ভব হয়ে ওঠে। অসহায় হেলালের মানবেতর জীবনযাপন দেখে তার দুঃখ গুছাতে প্রবাসে অবস্থানরত তারই সহকর্মী দক্ষিণ মনিপুর প্রবাসী ফোরামের কয়েকজন প্রবাসী তার কর্মসংস্থানের উদ্যোগ নেয়। প্রবাসী ফোরামের সদস্যরা হেলালের জন্য একটি চায়ের দোকান করে প্রয়োজনীয় মালামাল সহ পুঁজি দিয়ে আয় রোজগারের সুযোগ করে দেয়।
বৃহস্পতিবার(২৩ জানুয়ারী) বিকালে পরশুরামের সুবার বাজারের সরকারি ঘর সংলগ্ন স্থানে হেলালের জন্য 'প্রবাস কুঠির' নামে একটি চায়ের দোকানঘর মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার প্রবাস কুঠির চা-দোকান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুবার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সম্পাদক সহ বাজার ব্যবসায়ীরা।
এসময় উপস্থিত সবাই প্রতিবন্ধি হেলালের কর্মসংস্থানের জন্য দক্ষিণ মনিপুর প্রবাসী ফোরামের প্রবাসীদের এমন একটি প্রশংসনীয় উদ্যোগে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও মোনাজাত করেন।
দক্ষিণ মনিপুর প্রবাসী ফোরামের দুই প্রবাসী শাহাদাত হোসেন ও গোরফান জানান, আমাদের এলাকার প্রবাসে অবস্থানরত কয়েকজন প্রবাসীর অর্থায়ণে আমরা প্রতিবন্ধি হেলাল'কে তার শারিরীক অসুবিধার কথা চিন্তা করে নিজে যাতে সাধ্যমত কর্ম করে আয় রোজগার করতে পারে তাই ভ্রাম্যমান চায়ের দোকান করে প্রাথমিকভাবে পুঁজি দিয়ে মালামাল সহ স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।