ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রবিবারে বিকেলে জেলা আনসার কমান্ড্যান্ট কার্যালয়ে প্রাঙ্গণে এসব গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেন আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহাঃ মাহবুবুর রহমান পিএএমএস।
জেলা কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জের সার্কেল অ্যাডজুট্যান্ট মো: তানজির আজাদ, ফেনীর সার্কেল অ্যাডজুট্যান্ট বিবি কুলছুম, ফুলগাজী উপজেলা আনসার ভিডিপি কর্মকতা আমির হোসেন, ছাগলনাইয়া রিক্তা রানী হাজারী, পরশুরাম জহেরা খাতুন, সদর উপজেলা সানোয়ারুল আলম, সোনাগাজী উপজেলা প্রশিক্ষক ফজলুল হক সহ জেলায় বিভিন্ন পর্যায়ে কর্মকতা বৃন্দ।
জেলা কমান্ড্যান্ট অফিস সূত্রে জানা যায়, ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ৬টি উপজেলার আনসার ও ভিডিপির ১৬জন সদস্যকে গৃহ নির্মাণ জন্য মহাপরিচালকের পক্ষ থেকে প্রত্যাককে ৯ ও ৬ ফুট ঢেউ টিন ৩৬টি ডেউটিন, রিজ/ টুয়া ৭টি, আরসিসি পিলার ১৮টি তারকাটা, টোপ পেরেক, টিন স্ক্রু, ১৬ নং জিআই তার সহ প্রয়োজনীয় আসবাবপত্র ও শ্রমিক মুজুরি বাবদ নগদ অর্থ প্রদান করা হয়েছে। জেলা কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন জানান, ইতোপূর্বে বন্যায় ফেনীর বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্থ ৫ শত স্থানীয় কৃষক ও অসহায় আনসার ভিডিপির সদস্যদের মাঝে মহাপরিচালকের পক্ষ থেকে ১০ হাজার ৫ শ ৭৫ শতাংশ ৪২৩ হেক্টর জমির জন্য আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও ৫শ পরিবারের মাঝে শীতবস্ত্র ও ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান ।
প্রধান অতিথি মোহা: মাহবুবুর রহমান জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত শৃঙ্খলবাহিনী। এ বাহিনীর সদস্যরা বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় বিভিন্ন ক্ষেত্রে সাধারণত জনগণের সেবায় কাজ করেছে। জনসেবামূলক কাজের অংশ হিসাবে ফেনীর ১৬জনকে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

