ঢাকাSaturday , 1 March 2025
  1. অগ্নিকান্ড
  2. অগ্নিসংযোগ
  3. অনুসন্ধান ইসলামী জীবন
  4. অনুসন্ধান ডেস্ক
  5. অন্যান্য অনুসন্ধান
  6. অপরাধ
  7. অর্থনীতি
  8. আইন আদালত
  9. আগুনে পুড়ে মৃত্যু
  10. আত্মহত্যা
  11. আন্তর্জাতিক
  12. আন্দোলন
  13. আবহাওয়া
  14. ইউনিয়ন নির্বাচন
  15. ইসলাম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

দাগনভূঞায় সুজনের মানববন্ধন ও লিফলেট বিতরণ

Link Copied!

অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ’-এর দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনীর দাগনভূঞা শাখার আয়োজনে লিফলেট বিতরণ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

আজ ১ মার্চ শনিবার দুপুরে আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে বাজারের জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে সুজন দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. আবু তাহের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নিউজ ২৪ এর ফেনী প্রতিনিধি ইয়াসিন সুমন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন করিম রনি, উজ্জীবক আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন ভূইয়া, নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এমএম রহমান সোহেল, দাগনভূঞা একাডেমির সিনিয়র শিক্ষক ইমাম হোসেন।
সুজনের সাধারণ সম্পাদক বীকন মডেল কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, সদস্য মোজাম্মেল হক হাসান, মানবাধিকারকর্মী মো. কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবী মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ রাকিব সহ সুজনের সদস্য এবং নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।মানববন্ধন শেষে বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন সুজন নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা- দাগনভূঞা সহ সারাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সাথে সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!