ফেনীর দাগনভূঞায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
সংঘাত নয় সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই স্লোগান কে সামনে রেখে প্রশিক্ষণটি ৪ মার্চ শুরু হয়ে ৬ মার্চ দাগনভূঞা স্টার রেডিসন হলরুমে আয়োজিত কর্মসূচি তরুণ প্রজন্মের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়।
দেশের যুবসম্প্রদায় হলো সমাজ পরিবর্তনের চাবিকাঠি, তাই যুব সম্প্রদায়কে সংগঠিত করে এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার উদ্যোগ গ্রহণ করতে হবে, এরই লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন এর তরুনদের নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগমের সঞ্চালনায় প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন এমআইপিএস প্রকল্পের ট্রেনিং অফিসার মনিরুজ্জামান ও এরিয়া কো-অর্ডিনেটর মো. রাসেল আহমেদ। সার্বক্ষনিক সহযোগিতা ও পরিদর্শক হিসাবে উপস্থিত ছিলেন সুজন দাগনভূঞা কমিটির সভাপতি মো. আবু তাহের আজাদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, পিএফজি কো-অর্ডিনেটর কাজী ইফতেখারুল আলম।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হলেন- ইয়ুথ গ্রুপের সমন্বয়কারী মো. মোকাররম হোসেন, যুগ্ম সমন্বয়কারী আবু মাজেদ অশ্রু ও নুসরাত জান্নাত নিঝুম সহ সদস্যবৃন্দ।
ইয়ুথ লিডারগন তাদের বক্তব্যে বলেন, প্রশিক্ষণের অংশগ্রহন করে তারা যে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছেন তা তারা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সর্বোচ্চ প্রয়োগ করবেন। দাগনভূঞাকে সহিংসতা মুক্ত ঐক্যবদ্ধ শাস্তি-সম্প্রীতির উপজেলা গঠনের জন্য সম্মিলিতভাবে কাজ করবেন, এই সামাজিক কার্যক্রমে, সকল শ্রেণী পেশার লোকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                 
                                 
                                 
                                