পরশুরামের মির্জানগরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ১ নং মির্জানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ১৭ বছর পর মির্জানগরে আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হলো।
বুধবার(২এপ্রিল) সন্ধ্যায় সুবার বাজারে মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পৌরসভার সাবেক মেয়র আবু তালেব।
মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খোন্দকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, ফেনী জেলা কৃষকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাহেদ আমান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল আলিম মাকসুদ, চট্টগ্রামস্থ পরশুরাম সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, মির্জানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল, যুগ্ম আহবায়ক আবুল খায়ের লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেন, ফেনী জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নুর হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি আতাহার হোসেন পাপরুল ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামীম ভূঁইয়া সুমন।
বক্তব্য রাখেন ছাত্রদলের যুগ্ন আহবায়ক সামীম ভূঁইয়া সুমন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো শাহজালাল, যুগ্ম আহবায়ক শামিমুল হক চৌধুরী, মনির আহমদ মিন্টু, মেহেদী হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে চট্টগ্রাম ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কাওয়ালী, দেশাত্মবোধক ও ভাটিয়ালি গান পরিবেশন করেন শিল্পীবৃন্দ।

