
পরশুরামে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি দাখিল ও কারিগরি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাঝে পানি ও কলম উপহার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, পরশুরাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও পরশুরাম ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১২'শ পরিক্ষার্থীর মাঝে পানি ও কলম উপহার প্রদান করে পরশুরাম উপজেলা ছাত্রশিবির।
এসময় উপস্থিত ছিলেন- ফেনী জেলা ছাত্র শিবিরের সভাপতি সভাপতি আবু হানিফ হেলাল সাবেক সভাপতি শাহেদুল আবছার, ছাত্রশিবির পরশুরাম আদর্শ উপজেলা শাখার সভাপতি সাদ্দাম হোসেন, সেক্রেটারি রিফাত হোসেনসহ উপজেলা নেতবৃন্দ উপস্থিত ছিলেন।