ঢাকাSaturday , 3 May 2025
  1. অগ্নিকান্ড
  2. অগ্নিসংযোগ
  3. অনুসন্ধান ইসলামী জীবন
  4. অনুসন্ধান ডেস্ক
  5. অন্যান্য অনুসন্ধান
  6. অপরাধ
  7. অর্থনীতি
  8. আইন আদালত
  9. আগুনে পুড়ে মৃত্যু
  10. আত্মহত্যা
  11. আন্তর্জাতিক
  12. আন্দোলন
  13. আবহাওয়া
  14. ইউনিয়ন নির্বাচন
  15. ইসলাম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ইয়ুথ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও সার্টিফিকেট প্রদান

Link Copied!

সৃজনশীলতার উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠল ফেনীর পরশুরামে, যেখানে পরশুরাম ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব আয়োজন করেছিল এক অনন্য রচনা প্রতিযোগিতা। তরুণ লেখকদের মেধা বিকাশের এ আয়োজন শুধু একটি প্রতিযোগিতাই নয়, ছিল চিন্তার মুক্ত উড়ান ও স্বপ্ন দেখার এক মহোৎসব।

৩মে শনিবার সকাল ১১ টায় পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অডিটোরিয়াম এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিল এক অভূতপূর্ব উদ্দীপনা। বর্ণিল পরিবেশ, উৎসাহী উপস্থিতি, এবং মেধাবীদের প্রতি সম্মান—সব মিলিয়ে সকালটি পরিণত হয় এক অনুপ্রেরণার আসরে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক।সৌরভ কবির হৃদমঅ তিথিগণের মধ্যে বক্তব্য রাখেন রচনা প্রতিযোগিতার জুড়ি বোর্ডের সদস্য , মাহবুব আলম,প্রভাষক ফেনী সরকারি কলেজ,মোঃ হারুনুর রশিদ, শিক্ষক ICT পরশুরাম বালিকা উচ্চ বিদ্যালয় ও মোঃ আনোয়ার হোসেন, প্রভাষক ইসলামী ইতিহাস ও সাহিত্য পরশুরাম সরকারি ডিগ্রি কলেজ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র ক্লাবের উপদেষ্টা ও পরশুরাম প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সবীর আহমেদ ফোরকান, এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের উপজেলা সভাপতি, আসিফ করিম খোন্দকার লিহন, ক্লাবের উপজেলা সাধারণ সম্পাদক, হাসনাত আব্দুল্লাহ, ক্লাবের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক, আবদুর রহিম।, ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুর ইসলাম অভি, ক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক, সঞ্চালনায় ছিলেন আবরার ফাহমিদসহ অন্যান্য সিনিয়র ও জুনিয়র সদস্য বৃন্দ।

উক্ত প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে:-১ম,২য় ও ৩য় স্থান অর্জন করে যথাক্রমে ফাহমিদা জাহান সাবিহা, মোমেনা আক্তার, জেসমিন আক্তার।স্কুল পর্যায়ে: উক্ত প্রতিযোগিতায়
১ম,২য় ও ৩য় স্থান অর্জন করে যথাক্রমে সাওদা সুলতানা, জহিরুল ইসলাম,হাফসা আহমেদ সাফা. অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট, ও সম্মানি প্রাইজ বন্ড তুলে দেন, এবং তাঁদের লেখার মান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আবাদী.. মন্তব্য করেন।

পরশুরাম ইয়ুথ ফ্রেন্ডস ক্লাবের পরিচালক তার বক্তব্যে বলেন,
“লেখার শক্তি অসীম। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তরুণদের আত্মবিশ্বাসী লেখক হয়ে উঠতে উৎসাহিত করছি, যাতে তারা শব্দের শক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।”_ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে জানান, কীভাবে এই প্রতিযোগিতা তাঁদের চিন্তার জগৎ প্রসারিত করেছে। উপস্থিত অতিথিরাও ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বৃহৎ পরিসরে আয়োজনের আহ্বান জানান।

এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতার গল্প নয়, বরং এটি প্রমাণ করে যে পরশুরাম ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব কেবল স্বেচ্ছাসেবামূলক কাজেই সীমাবদ্ধ নয়, বরং জ্ঞানের আলো ছড়িয়ে দিতে সদা প্রতিজ্ঞাবদ্ধ। এক একটি তরুণ লেখকের কলমে জ্বলছে আগামী দিনের সম্ভাবনার দীপশিখা!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!