রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই মাদক কারবারি মাদকসহ গ্রেফতার হয়েছে।
৩ মে (শনিবার) বিকাল ৪:৩০ মিনিটের দিকে বালিয়াকান্দি থানাধীন জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামস্থ বাবু চেয়ারম্যানের বাড়ির সামনের পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী নাসিরুল্লাহ বিশ্বাস(৪৫) ও হৃদয় মল্লিক(২৫) ৩৪০ পিস ইয়াবাসহ বালিয়াকান্দি থানা পুলিশ গ্রেফতার করেন।
পরবর্তীতে আরও জানা যায়, গ্রেফতারকৃত নাসিরুল্লাহ বিশ্বাস এর বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় ০২টি মাদক মামলা ও একটি চুরি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত নাসিরুল্লাহ বিশ্বাস আলোকদিয়া গ্রামের শুকুর আলী বিশ্বাসের ছেলে ও দ্বিতীয় আসামি হৃদয় মল্লিক একই গ্রামের মান্নান মল্লিকের ছেলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

