ফুলপুরে গভীর রাতে অভিযান চালিয়ে এক আ’লীগ নেতাকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ।
শুক্রবার ১৮ অক্টোবর রাতে অভিযান চালিয়ে উপজেলার বালিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সহ-সভাপতি আবু বকর সিদ্দিক ওরফে মঞ্জু তালুকদার (৭২) কে সলঙা গ্রামের তার নিজ বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ।
জানা যায় তিনি ৮০ এর দশক থেকে বালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে ৫ বার পরাজিত হয়েছিলেন,এবং আ’লীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন।ফুলপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল হাদি জানান আবু বকর সিদ্দিক ওরফে মঞ্জু বৈ’ষম্য বিরো’ধী ছাত্র আন্দো’লনে রুজুকৃত মা’মলার এজাহারনামীয় আসামী হওয়ায় তাকে গ্রেফ’তার করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                                                
                        
                        
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                