 
    
ফেনীর দাগনভূঞা উপজেলা, "উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের" অধ্যক্ষ ও সহকারী অধ্যক্ষের বিরুদ্ধে গণমাধ্যম কর্মিদের ঘুষ দেয়ার চেষ্টা ও অসৌজন্যমূলক আচরণের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন ফেনীর ৩ গণমাধ্যম কর্মি, দৈনিক গণমুক্তির দাগনভূঞা উপজেলা প্রতিনিধি শাখাওয়াত হোসেন, দৈনিক ডেসটিনির ফেনী জেলা প্রতিনিধি, মো: ফখরুল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজ ফেনী জেলা প্রতিনিধি জিয়া উদ্দিন। যার অনুলিপি সহকারী জেলা প্রশাসক, ফেনী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং দুদক নোয়াখালী অঞ্চলে প্রেরন করা হয়েছে।
অভিযোগ পত্রে ৩ গণমাধ্যম কর্মি উল্লেখ করেন,
গত ১৬ অক্টোবর, দাগনভূঞা উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের বিগত ৪ বছর ( ২০২০ থেকে ২০২৪) পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন কালে বর্তমান সহকারী অধ্যক্ষ এনামুল হক প্রতিষ্ঠানের আর্থিক হিসাব বর্তমান অধ্যক্ষ যোগদানের দেড় বছরেও বুঝিয়ে না দেয়ায় বিষয়ে খবর সংগ্রহে যান।
উক্ত বিষয়ে কোন সদুত্তর বা তথ্য, সহকারী অধ্যক্ষ না দিয়ে বরং খবর প্রচার না করতে সরাসরি ঘুষ দেয়ার চেষ্টা চালায়। গণমাধ্যম কর্মিরা কোন সঠিক তথ্য উপাত্ত না পেয়ে স্কুল আঙ্গিনা ত্যাগ করলে পূনরায় সহকারী অধ্যক্ষ মোবাইলে জিয়া উদ্দিনের কাছে বিকাশ বা নগদ নাম্বারে টাকা পাঠানোর প্রস্তাব দেন। ইতিমধ্যে এই সংক্রান্ত ১ টি ভিডিও ও অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গণমাধ্যম কর্মিদের কোন ভাবে ম্যানেজ করতে না পেরে অধ্যক্ষ জহিরুল আলম, অত্র প্রতিষ্ঠানের অফিস সহকারী তানভির হোসেনের সাথে গণমাধ্যম কর্মিদের যোগসাজেশ আছে অভিযোগ এনে তাকে বিভিন্ন ভাবে মানষিক নির্যাতন করার অভিযোগ পাওয়া য়ায়।
এই বিষয়ে তানভির হোসেন প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী এবং মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর প্রধান ও সহকারী প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এবং মানষিক নির্যাতনের বিষয়টি গণমাধ্যম কর্মিদের জানাতে চাইলে ৩ জন পূনরায় গত ২৩ অক্টোবর উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজে যান। তানভির হোসেনের অভিযোগ রেকর্ড করে প্রতিষ্ঠান প্রধান জহিরুল আলমের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মিদের চোর আখ্যায়িত করে অসৌজন্যমূলক আচরণ করেন। এবং প্রতিষ্ঠান সভাপতি (দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তার) অনুমতি ছাড়া কোন মন্তব্য করবেন না বলে জানিয়ে দেন।
লিখিত অভিযোগের ব্যাপারে ৩ গণমাধ্যম কর্মি জানান, উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল আলমের অসৌজন্যমূলক আচরণ ও তথ্য সংগ্রহে বাধা, গণমাধ্যম কর্মিদের চোর আখ্যায়িত করা, সাবেক ৭ নং মাতুভূঞা ইউনিয়ন চেয়ারম্যান ও অধ্যক্ষ জহিরুল আলমের নিয়োগকর্তা, ছাত্র জনতা হত্যা মামলার পলাতক আসামী আবদুল্লাহ আল মামুনের যোগসাজশে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মি দিয়ে হুমকি ধমকি এবং সহকারী অধ্যক্ষের দূর্ণীতি আড়াল করতে ঘুষ দেয়ার প্রস্তাবের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সভাপতি বরাবর লিখিত আবেদন করেছি।
তানভির হোসেন ও গণমাধ্যম কর্মিদের লিখিত অভিযোগের বিষয়ে উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলামের কাছে জানতে চাইলে, তিনি বলেন আমি অফিস সহকারী তানভির হোসেন ও গণমাধ্যম কর্মিদের লিখিত ২ টি অভিযোগ পেয়েছি, তিনি তদন্ত করে দোষী সাব্যস্ত হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।