 
    
ফুলপুর উপজেলার বওলা গ্রামের শিক্ষানুরাগী পরিবার হিসেবে পরিচিত তালুকদার বাড়ি আজ শুনসান নীরবতা।শোকে ঢাকা পড়েছে গোটা গ্রাম।আধা ঘন্টার ব্যবধানে চাচা ভাতিজীর মৃত্যুতে শোকাহত পুরো গ্রামবাসি।চলছে শোকের মাতম।আত্মীয়-স্বজন,প্রতিবেশী,আশপাশের এলাকার মানুষসহ সকলেই নিহতদের বাড়িতে এসে সান্ত্বনা দিচ্ছেন।
এই পরিবারের অন্যতম সদস্য বওলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বওলা ডিগ্রী কলেজের দাতা সদস্য অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবুল বাশার তালুকদার সকাল সাড়ে ছয়টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
এর আধা ঘন্টা পরেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মরহুমের ভাতিজী বওলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি,স্বনামধন্য গাইনি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ সাদিয়া সুলতানা সাথী,
তিনি বওলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা,সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম এডভোকেট আবুল ফজল তালুকদারের মেয়ে।ডাঃ সাথী ময়মনসিংহের কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী বিভাগে কর্মরত ছিলেন।মৃত্যুকালে তিনি স্বামী এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সকালে মরহুমের ভাতিজা বাবু তালুকদার পৃথক দুটি ফেইসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান,
এর আগে গত সোমবার বিকালে বাসায় স্ট্রোক করে ডাঃ সাথী,মৃত্যুর ভুয়া খবরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।অবশেষে আজ মৃত্যুর কাছে হার মেনে,না ফেরার দেশে পাড়ি জমান তিনি এত অল্প সময়ের ব্যবধানে একি পরিবারের দুইজনের এমন হৃদয়বিদারক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।