ফেনীর পরশুরামে দীর্ঘ ১৮ বছর পর উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি শুভ উদ্বোধন করা হয়েছে। শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার(১ নভেম্বর) বিকেল তিনটায় পরশুরাম পাইলট হাই স্কুল মাঠে পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
গত ১ মে খেলোয়াড় কল্যাণ সমিতি আত্ম প্রকাশ হয়। করিমুল হক করিম সভাপতি ও ইব্রাহিম চৌধুরী নটুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা খেলোয়ার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়।
পরশুরাম উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি করিমুল হক করিমের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু তালেব।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক,সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি,ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন বুলবুল,পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ,সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকার।
অনুষ্ঠানে সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দসহ ক্রীড়ামোদী মানুষ উপস্থিত ছিলেন। ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে ৪-২ গোলে পরশুরাম উপজেলা খেলোয়াড় কল্যাণ একাদশকে হারিয়ে ছাগলনাইয়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।

