স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারেক হোসেনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে পরশুরাম উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শনিবার(১ নভেম্বর) বিকেল চারটায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এ সময় পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।বিক্ষোব মিছিলটি পরশুরাম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল।
বিশেষ অতিথি ছিলেন-জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ খুরশিদ রহমান সূর্য।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল আলম মজুমদার,সদস্য সচিব আবুল কালাম,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল,সদস্য সচিব কামরুল হাসান বাবু,কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মৃদুল প্রমুখ।

