ফেনী জেলা সংবাদদাতা : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আগের চেয়ে আরো আধুনিক ও দক্ষ করে গড়ে তুলছে সরকার, দেশের প্রতিটি জাতীয় দূর্যোগ আনসার বাহিনীর যে অবদান ও সুনাম রয়েছে সে সুনাম আপনাদের লালন করে সামনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছে ফেনীর নবাগত জেলা প্রশাসক মনিরা হক।
৩ নভেম্বর সোমবার সকালে ফেনী জেলা আনসার ভিডিপির সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন।
তিনি আরো বলেন, আনসার বাহিনী স্বাধীনতা যুদ্ধের সময় অংশ নিয়ে অনেক আনসার সদস্য প্রাণ দিয়ে দেশ রক্ষায় এগিয়ে এসেছে। এ ছাড়াও দেশের নানা প্রাকৃতিক দূর্যোগ আনসার ভিডিপির সদস্যরা নিজের জীবন ভাজি রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে তাই আগামীতে দেশের যে কোন প্রয়োজনে নিজেকে প্রস্তুত করে গড়ে তোলা ও জরুরি প্রয়োজনে সরকারের নির্দেশ মতো দায়িত্ব পালন, তথ্য আদান, সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেকে দেশের কল্যানে সম্পৃক্ত রাখলে বাহিনীর সুনাম অর্জনে এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে দায়িত্ব পালন করতে সবাইকে প্রস্তুুত থাকতে হবে।
সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে জেলা আনসার কমান্ড্যন্ট হেলাল উদ্দীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও সঞ্চালনা করেন এক্সজুটেন্ট বিবি কুলসুম। প্রশিক্ষণে ১২০ জন অংশ নিয়ে ১০৭ জন প্রশিক্ষণার্থী পাশ করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট পুরস্কার বিতরণ করা হয়।

