ঢাকাTuesday , 9 December 2025
  1. অগ্নিকান্ড
  2. অগ্নিসংযোগ
  3. অনুসন্ধান ইসলামী জীবন
  4. অনুসন্ধান ডেস্ক
  5. অন্যান্য অনুসন্ধান
  6. অপরাধ
  7. অর্থনীতি
  8. আইন আদালত
  9. আগুনে পুড়ে মৃত্যু
  10. আত্মহত্যা
  11. আন্তর্জাতিক
  12. আন্দোলন
  13. আবহাওয়া
  14. ইউনিয়ন নির্বাচন
  15. ইসলাম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পরশুরামে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত 

Link Copied!

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরশুরামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

‎মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

‎উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) এসএম শাফায়াত আকতার নূর।

‎বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আশরাফুল ইসলাম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি রফিকুল হক মজুমদার,উপজেলা মৎস কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান,উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন ও পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান ও সহ সভাপতি সবির আহমেদ ফোরকান।

‎আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মুহাম্মদ খুরশীদ আলম,সদস্য শাহাদাত হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশ নেন।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!