ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী এবং বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যা কে গুলিবিদ্ধ করার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে পরশুরাম উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল করা হয়েছে।
গতকাল ১৩ ডিসেম্বর শনিবার বিকেল ৩ টা ৩০ মিনিটের সময় পরশুরাম মডেল সরকারি পাইলট হাইস্কুলে সামনে থেকে মূল সড়ক পদক্ষিণ করে উত্তর বাজার ব্রীজ পর্যন্ত ওসমান হাদী ও দলিয় প্রার্থী এরশাদ উল্যাকে গুলি করায় প্রতিবাদ মিছিল করা হয়। প্রতিবাদ মিছিল শেষে উপজেলা গেইট সংলগ্নে সংক্ষিপ্ত আকারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মজুমদার এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন এর চঞ্চলনায় পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সাহাবি, মিজানুর রহমান উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল আলিম মাকসুদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম পৌর যুবদলের আহ্বায়ক মোস্তফা খোকন এবং যুগ্ম আহ্বায়ক মিসফাকুছ সামাদ রনি,নুরুল আফছার চৌধুরী কমল,উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল, সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবু প্রমূখ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা গণতন্ত্রের জন্য হুমকি। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

