ঢাকাSaturday , 13 December 2025
  1. অগ্নিকান্ড
  2. অগ্নিসংযোগ
  3. অনুসন্ধান ইসলামী জীবন
  4. অনুসন্ধান ডেস্ক
  5. অন্যান্য অনুসন্ধান
  6. অপরাধ
  7. অর্থনীতি
  8. আইন আদালত
  9. আগুনে পুড়ে মৃত্যু
  10. আত্মহত্যা
  11. আন্তর্জাতিক
  12. আন্দোলন
  13. আবহাওয়া
  14. ইউনিয়ন নির্বাচন
  15. ইসলাম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবস আবৃত্তি প্রতিযোগিতায় আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, ফেনীর দুই শিক্ষার্থীর কৃতিত্ব

Link Copied!

মহান বিজয় দিবস উপলক্ষে ফেনী জেলা শিল্পকলা একাডেমী ও ফেনী জেলা শিশু একাডেমির আয়োজনে আবৃত্তি প্রতিযোগিতায় আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, ফেনী’র দুই শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করেছে।

রোববার বিকেলে ফেনী জেলা শিশু একাডেমীর আয়োজনে বিজয় দিবস আবৃত্তি প্রতিযোগিতায় খ বিভাগে (৪র্থ থেকে ৭ম) দ্বিতীয় স্থান অর্জন করেছে আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, ফেনী’র শিক্ষার্থী সম্পূর্ণা সাহা। তিনি কবি শামসুর রহমানের ‘রৌদ্র লেখে জয়’ কবিতা আবৃত্তি করে বিচারকদের মুগ্ধ করেন।

এরআগে শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বিজয় দিবস আবৃত্তি প্রতিযোগিতায় ক বিভাগে (শিশু শ্রেণি থেকে ২য় শ্রেণি) দ্বিতীয় স্থান অর্জন করেছে আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, ফেনী’র শিক্ষার্থী মুনিসা রিথীমা। অপরদিকে গ বিভাগে (৬ষ্ঠ থেকে ৮ম) প্রথম স্থান অর্জন করেছে আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, ফেনী’র শিক্ষার্থী সম্পূর্ণা সাহা। প্রতিযোগী মুনিসা রিথীমা কবি গোলাম মোস্তফার ‘শিশুর পন’ কবিতা ও সম্পূর্ণা সাহা কবি এম শিমুলজয় সবুজের ‘বিজয় মানে’ কবিতা আবৃত্তি করে বিচারকদের মুগ্ধ করেন।

দুটি প্রতিষ্ঠানের আবৃত্তিতে বিজয়ী সম্পূর্ণা সাহা বলেন, ‘আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রশিক্ষক মিলন স্যার ও শামীম স্যারের কাছে আমি আবৃত্তি শিখছি। স্যারদের অক্লান্ত প্রচেষ্টায় আজ আমি এ পর্যন্ত এসেছি। ভবিষ্যতে আমি আরো ভালো করতে চাই। ‘

আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, ফেনী’র সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক শামীম বলেন, ‘১৯৯৪ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি চলতি বছর ৩২ বছরে পা দিয়েছে। সংগঠনটি বর্তমানে নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে ৫০ জন শিক্ষার্থী রয়েছে। সম্পূর্ণা ও মুনিসাকে শিক্ষকরা ভালোভাবে প্রশিক্ষণ দেয়ায় তারা এমন কৃতিত্ব অর্জন করেছে। ইতিপূর্বে সম্পূর্ণ সাহা বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগীতায় আঞ্চলিক পর্বে আবৃত্তিতে ইয়েস কার্ড পেয়েছিলেন।

জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার সুদীপ্তা
চক্রবর্তী জানান, বিজয় দিবসের দিন সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিবেন জেলা প্রশাসক মনিরা হক সহ অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!