পরশুরামে মহান বিজয় দিবস উপলক্ষে বিলোনিয়া স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন পরশুরাম উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু নেতৃত্বে মঙ্গলবার১৬ ডিসেম্বর সকাল ৭ টা ৩০ মিনিটের সময় ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মেয়র আবু তালেব উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুর রহমান মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন, পৌর যুবদলের আহ্বায়ক খোকন, যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন , মহান স্বাধীনতা যুদ্ধে যারা দেশ বিরোধী কাজে লিপ্ত ছিলেন ঐ রাজাকারের মুখে দেশপ্রেমের কথা বলে।বীর মুক্তিযুদ্ধাদের সম্মান প্রশ্নবিদ্ধ করতে চায়।বিজয় দিবস কে একটি দল কালো দিবস বলে বির্তক করতে চায়।তারাই মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিরোধীতা করছিন। পাকিস্তানিদের সাথে আঁতাত করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীতা করেছিল।সেই অপশক্তি আবার মহান বিজয় দিবস, মহান মুক্তিযুদ্ধে বিরোধীতা করছে। ২৪ জুলাইদের সাথে মুক্তিযোদ্ধাদের তুলনা করে।
আমরা বিএনপির পক্ষ থেকে ধিক্কার জানাই। তিনি আরও বলেন জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ এগিয়ে যাবে।
পুষ্পস্তবক অর্পনের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

