ঢাকাWednesday , 17 December 2025
  1. অগ্নিকান্ড
  2. অগ্নিসংযোগ
  3. অনুসন্ধান ইসলামী জীবন
  4. অনুসন্ধান ডেস্ক
  5. অন্যান্য অনুসন্ধান
  6. অপরাধ
  7. অর্থনীতি
  8. আইন আদালত
  9. আগুনে পুড়ে মৃত্যু
  10. আত্মহত্যা
  11. আন্তর্জাতিক
  12. আন্দোলন
  13. আবহাওয়া
  14. ইউনিয়ন নির্বাচন
  15. ইসলাম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর পরশুরামে দুই আওয়ামীলীগ নেতা আটক

Link Copied!

ফেনীর পরশুরামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা মির্জানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম(৫৫) ও চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য  ও যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন হেলাল(৩৭)।


‎বুধবার(১৭ ডিসেম্বর) রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেব নগর গ্রামের বাড়ি থেকে মন্জুরুল আলমকে গ্রেপ্তার করে পরশুরাম মডেল থানা পুলিশ। বুধবার দুপুরে চিথলিয়া ইউনিয়নের রাজষপুর বাজার থেকে শাহাদাত হোসেন হেলালকে বিএনপির নেতা কর্মীরা ধরে পুলিশে দেন।

‎পুলিশ সূত্রে জানা গেছে,সারাদেশে পুলিশের গ্রেপ্তার অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অংশ হিসেবে মনজুরুল আলমকে বুধবার রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।তিনি মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেব নগর গ্রামের মকসুদ হোসেনের ছেলে।সুবার বাজারে তার হার্ডওয়ার ব্যবসা রয়েছে।অপরদিকে চিথলিয়া ইউনিয়নের রাজষপুর থেকে বুধবার দুপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন হেলালকে মারধর করে পুলিশে দেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। হেলাল গত ১ মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন।তিনি ওই ইউনিয়নের রাজষপুর গ্রামের আলী হোসেনের ছেলে।

‎পুলিশ মঞ্জুরুল আলমকে ফেনী মডেল থানায় প্রেরণ করেছে।

‎পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুল ইসলাম দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!