ঢাকাThursday , 18 December 2025
  1. অগ্নিকান্ড
  2. অগ্নিসংযোগ
  3. অনুসন্ধান ইসলামী জীবন
  4. অনুসন্ধান ডেস্ক
  5. অন্যান্য অনুসন্ধান
  6. অপরাধ
  7. অর্থনীতি
  8. আইন আদালত
  9. আগুনে পুড়ে মৃত্যু
  10. আত্মহত্যা
  11. আন্তর্জাতিক
  12. আন্দোলন
  13. আবহাওয়া
  14. ইউনিয়ন নির্বাচন
  15. ইসলাম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পরশুরামে নারী ও কন্যাকে প্রাণনাশের হুমকি, ঘরবাড়িতে হামলার অভিযোগ

Link Copied!

ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ কাউতলী এলাকায় বসতঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কুলসুমা আক্তার সাঞ্জু (৩০) পরশুরাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ কাউতলী ০৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কুলসুমা আক্তার সাঞ্জুর স্বামী মো. রিপন ২০২১ সালে ওই এলাকায় ২৮ শতক জমি ক্রয় করে ঘর নির্মাণ করেন। বর্তমানে তার স্বামী প্রবাসে অবস্থান করছেন। জমিতে বসবাস শুরু করার পর থেকেই প্রতিবেশী হোনা মিয়া (৭০), সারমিন আক্তার (৩৫), লিমা আক্তার (৩০), রিংকি আক্তার (২৮)সহ আরও ২–৩ জন অজ্ঞাত ব্যক্তি বিভিন্ন ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে তাকে প্রায়ই ঝগড়া-বিবাদে জড়ান এবং মানসিকভাবে নির্যাতন করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, বুধবার (১৭ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে অভিযুক্তদের বাড়িতে তার মুরগি যাওয়াকে কেন্দ্র করে তাকে অশালীন গালিগালাজ করা হয়। প্রতিবাদ জানালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার বসতঘরে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ঘরের টিনের বাউন্ডারি কেটে ভেঙে ফেলা হয়। ঘটনার ভিডিও রেকর্ড তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও তিনি দাবি করেন।

ভুক্তভোগী জানান, ঘটনার সময় তিনি ও তার কন্যা ঘরে একা ছিলেন। হামলার ভয়ে তারা দরজা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান নিতে বাধ্য হন। অভিযুক্তরা ঘর থেকে বের হলে মা-মেয়েকে হত্যা করা হবে—এমন হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এতে তিনি ও তার কন্যা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে কুলসুমা আক্তার সাঞ্জু বলেন, “আমরা আইন মেনে শান্তিতে বসবাস করতে চাই। কিন্তু প্রতিবেশীদের ধারাবাহিক নির্যাতন ও হুমকির কারণে জীবন নিয়ে শঙ্কায় আছি। আমি ও আমার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ ঘটনায় পরশুরাম থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। থানার পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!