ঢাকাTuesday , 29 June 2021
  1. অগ্নিকান্ড
  2. অগ্নিসংযোগ
  3. অনুসন্ধান ইসলামী জীবন
  4. অনুসন্ধান ডেস্ক
  5. অন্যান্য অনুসন্ধান
  6. অপরাধ
  7. অর্থনীতি
  8. আইন আদালত
  9. আগুনে পুড়ে মৃত্যু
  10. আত্মহত্যা
  11. আন্তর্জাতিক
  12. আন্দোলন
  13. আবহাওয়া
  14. ইউনিয়ন নির্বাচন
  15. ইসলাম ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

গ্রাম-গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে,টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরার উৎসব

Link Copied!

উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তরকান্দা গ্রামে সোবহান মিয়ার পুকুরে মঙ্গলবার ভোরের সূর্য উঠার আগে থেকে দেখা মিলে পাড়জুড়ে মাছ শিকারিদের তোড়জোড়।বড়শিতে লোভনীয় টোপ ফেলে অপেক্ষা মৎস্য শিকারিদের।সৌখিন ৭ শিকারি মিলে ২১ ছিপে ২০ হাজার টাকা চুক্তিতে টিকিট কেটে চলেছে এই মাছ ধরার উৎসব।

বৈরি আবহাওয়া কখনো টিপটিপ কখনো আবার মুষলধারে বৃষ্টি তবুও গভীর জলের মাছ ডাঙায় তুলে আনার প্রতীক্ষার প্রহর ও কৌশলের শেষ নেই শিকারীদের।কেউ কেউ কাঙ্ক্ষিত মাছ পেয়ে গেছেন।হাসির ঝিলিক তখন মাছ শিকারিকে ছাপিয়ে ছুঁয়ে যাচ্ছে আশপাশের দর্শকদেরও।

সৌখিন মৎস্য শিকারিদের দেখতে চারপাশে ভিড় করছেন দর্শনার্থীরা।শিকারিদের মধ্যে কেউ বড় মাছ পেয়ে খুব খুশি আবার কেউ আশানুপাত মাছ না পেয়ে হতাশ।তবে প্রতিযোগিতায় অংশ নেওয়া কম বেশি সবার বড়শিতে ধরা পড়ছে রুই,কাতলা,মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ।

বরশি ফেলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা এবং মাছ ধরা এক অন্য রকম শখের বিষয়।টোপ,ছিপ আর বড়শী।মাছ শিকারের প্রাচীন অনুষঙ্গই নয়,কঠিন অধ্যবসায় আর অপরিসীম ধৈর্য পরীক্ষার বিকল্প নামও বটে।

পিঁপড়ার ডিম অথবা রুটির ছাতু দিয়ে বড়শি ছিপে মাছ ধরা,ক্ষেতের আইলে বাইড় পেতে মাছ ধরা ধানক্ষেত সেচে মাছ ধরা,বৃষ্টির দিনে বাড়ির আশপাশের ডোবা-খাল থেকে বড় বড় কৈ মাছগুলো উপরে ডাঙায় উঠে আসতো ডোবা-খালে কচুরিপানার বা শ্যাওলা ডাঙ্গায় তুলে ঝাকি দিয়ে পাওয়া যেত দেশীয়
শিং,মাগুর,কই,শোল,টাকি,গুতুম,বাইম,টেংড়া,পুঁটি,চান্দা,খইলস্যা,বৈছাসহ আরো কত রকমের নাম-না-জানা বিভিন্ন প্রজাতির মাছ।সেই মাছ ধরার কি যে আনন্দ ছিল!এসব এখন আর দেখা যায় না।

ছেলেবেলার কাঁদায় মাখামাখি,হৈহুল্লোর,কলার ভেলা বানিয়ে রাস্তার ধারের খালের মধ্যে সাঁতার কাটা,দাপাদাপি করা শাপলা-শালুক কুড়ানো পুকুরে পদ্মপাতার মাঝে চিৎ হয়ে মাথা তুলে ধরা,নলই খেলা ডুবোডুবি করে চোখ লাল করা,তুমুল বৃষ্টিতে ভেজা হাটু কাঁদা পেরিয়ে পথচলা।কাঁদায় ভরপুর তুমুল বৃষ্টিতে ফুটবল খেলা এসব এখন কালের পরিক্রমায় বিলুপ্তির পথে।বর্তমানের আধুনিকতা মোবাইল ইন্টারনেট প্রযুক্তি আমাদের জীবনকে গতি স্বাচ্ছন্দ্য দিয়েছে,কিন্তু কেড়ে নিয়েছে অনেক ‘রূপকথা’র উপকরণ!

লেখক সাংবাদিক কলামিস্ট

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!